নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাতে এসে ইসলাম গ্রহণ করেছেন শ্রী শ্যামল (২৬) নামের এক হিন্দু যুবক। বুধবার (৫ জুন) সকাল ৮টায় ঈদ জামাতের আগে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউপির হাবিবপুর ঈদগাহ ময়দানে সে ইসলাম গ্রহণ করেন। এসময় তার নতুন নাম রাখা হয় মো. ইসলাম।
শ্যামল জানায়, তার বাড়ী লালমনিরহাট জেলার অজিতমারী থানার ডেলাবাড়ী গ্রামে। তার বাবার নাম শ্রী ফুলচাঁন। সে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। তার বাবা কৃষিকাজ করে জীর্বিকা নিবাহ করত। তারা ৫ ভাই ১ বোন। অভাবের সংসারে পরিবারের ভরপোষন করতে না পেরে টাকার অভাবে তাদের পরিবারের সবাই খ্রীষ্টান ধর্ম গ্রহন করেছে। একমাত্র সে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করেনি।
তিনি আরো জানান, সে দেখেছে সব ধর্মের চেয়ে ইসলাম ধর্মের লোক ভাল। তারা ৫ ওয়াক্ত নামায পড়ে। এছাড়া সে বিভিন্ন ইসলামিক বই পুস্তক পড়ে বুঝতে পেরেছে ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে পরকারে শান্তি পাওয়া যায়। জান্তাত পাওয়া যায়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে খ্রীষ্টান ধর্ম গ্রহণ না করায় তাকে পরিবার থেকে ত্যাজ্য করা হয়েছে। এখন সে শ্যামল নাম বাদ দিয়ে মো. ইসলাম নামে বেঁচে থাকতে চান।