সোনারগাঁয়ে ইকবালের মাদক মুক্ত করার প্রয়াসকে বিঘ্ন ঘটাতে অপপ্রচারে তৎপর কুচক্র মহল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  সোনারগাঁ কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের মাদক মুক্ত করার প্রয়াসকে বিঘ্ন করার লক্ষে অপপ্রচারে নেমেছে একটি কুচক্র মহল। বিশিষ্ট সমাজ সেবক  ও সোনারগাঁ কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল সোনারগাঁকে মাদক মুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম ও প্রচারনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবং এরই প্রতিহিংসার জের ধরে প্রায় বেশ কিছুদিন যাবৎ একটি র্সাথন্বেষী কুচক্র মহল নানাভাবে আবু নাইম ইকবালকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা কিনা সমাজের চোখে একটি নেক্কার জনক ব্যাপার বলে বিশেষ সূত্রে জানা যায়।

এ ব্যাপারে আবু নাঈম ইকবাল নারায়ণগঞ্জ র্বাতা ২৪ এর প্রতিবেদককে জানায়, আমি আমার সোনারগাঁবাসীকে ভালোবাসি, এই সমাজের মানুষের র্সাথেই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। কারন মাদক খুবই ভয়ংকর বস্তু, এটা শুধু যারা সেবন করছে তাদেরকেই ধ্বংস করছেনা এটা পুরো পরিবারকে ধ্বংস করছে। আর এই মাদকের বিস্তার এতটাই ভয়ংকর হয় যার প্রভাবে আমাদের এই সমাজ ও সোনারগাঁবাসী থেকে শুরু করে ধীরে ধীরে এই দেশের যুব সমাজকে ধ্বংস করতে সক্ষম। তাই আমি জনসার্থে মাদকের বিরুদ্ধে প্রচারনা চালাচ্ছি । কিন্তু আমাকে প্রতিহিংসার কারনে সমাজে ছোট করার জন্য র্সাথন্বেষী একটা কুচক্র মহল নানাভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। কিন্তু আমি এসবে ভয় করিনা ভালো কাজে আল্লাহ খুশি হন। আর আমার সাথে আল্লাহ আছে তাই আমার কাজে যতই বাধা আসুক না কেন আমি থামব না। আমি সোনারগাঁবাসীসহ সকলের সহযোগিতা চাই।

উল্লেখ্য, সোনারগাঁ ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা সোনারগাকেঁ মাদক মুক্ত রাখার জেহাদ ঘোষনা করার পর থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষ।  এই আহ্বানকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামগঞ্জে শোভা পেতে শুরু করে বিভিন্ন রং বে রংঙ্গের পোষ্টার। যেখানে মাদক সেবনের পর ক্ষতিকারক দিক গুলোর ছবি সম্মিলিত করে জনসচেতনতার স্লোগানে পোষ্টার লাগানো হয়। আর এগুলোর মধ্যে সবচেয়ে মান সন্মত ও সুন্দর পোষ্টারটির অন্যতম হয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা , সোনারগাঁ কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আবু নাঈম ইকবালের । রঙ্গীন ছবি সন্মিলিত পোষ্টার টি ইতিমধ্যে ব্যাপক আলোড়ন করেছে এবং সোনারগাঁবাসীর মধ্যে জন সচেতনতা সৃষ্টি করেছে বলে প্রত্যক্ষদর্শী অনেকেই মতব্যাক্ত করেছেন। এছাড়াও মাদক বিরোধী প্রচারনায় ইকবালের পোষ্টারটিই সেরা বলে মত ব্যাক্ত করছে সোনারগাঁবাসী।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত