নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১২ মে) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদসায় সোনারগাঁ আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অস্থায়ী কার্যালয়ে বোর্ডের অধীন ৩৭টি কাওমি মাদরাসার শিক্ষকদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করা হয়। এবারের পরীক্ষায় ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬২৬ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন।
ফল প্রকাশের অনুষ্ঠানে ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদরসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ আঞ্চলিক কাওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের উপদেষ্টা ও উলুকান্দি মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ইয়াকুব দেওয়ান, পরমেশ্বরদী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মুফতী মুহাম্মদ হাতেম, সোনারগাঁ আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, জয়েন সেক্রেটারী মাওলানা সাখাওয়াত উল্লাহ মুহিব, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী নুরুল ইসলাম সরকার, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।