সোনারগাঁয়ের মাটি বঙ্গবন্ধুর আদর্শের ঘাটি : সাবেক এমপি কায়সার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, সোনারগাঁয়ের মাটি নৌকার ঘাটি। সোনারগাঁয়ের মাটি বঙ্গবন্ধুর আদর্শের ঘাটি। তিনি আরও বলেন, আজ গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে কাঁচপুরে বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীরা যে আয়োজন করেছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবীদার। বিএনপি-জামায়াত জোটের দুঃশ্বাসনের সময় এই কাঁচপুর থেকেই প্রথম সরকার পতনের আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়। সে আন্দোলন পরবর্তীতে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। দলের দুঃসময়ে আন্দোলনে গিয়ে হাত ভেঙ্গেছে ও জেল খেটেছি কিন্তু দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি। আজ গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে দলীয় কর্মসুচি ঘোষণা করা হলেও কতিপয় নামধারী নেতারা জাতীয় পার্টির সাথে মিলে মিশে লুটপাটে ব্যস্ত রয়েছেন এবং দলের বিরুদ্ধে ষড়ডন্ত্র করছেন।

শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগেও কাজ করেছি এবং সমগ্র জীবন কাজ করে যাব। আমি শেখ হাসিনার একজন সামান্য কর্মী মাত্র। তার হাতকে শক্তিশালী করাই আমাদের মূল রাজনৈতিক উদ্দেশ্য। আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং আবারও শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করি। সোনারগাঁয়ের কাঁচপুরে ৫ই জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত র‌্যালীটি কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে এস এস পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে কাঁচপুর মোড়ে গিয়ে অস্থায়ী মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উক্ত আয়োজনে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সা. সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি মান্নান মেম্বার, সাধারণ সম্পাদক ইসহাক মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সা. সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, সহ-সভাপতি মতিউর রহমান ও আরিফ হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক ,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুব পারভেজ, সা. সম্পাদক শহীদুজ্জামান শহীন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী রাশেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত