সোনারগাঁয়ের মহাসড়ক সংলগ্ন মদিনা টাওয়ারে রহস্যজনক ডাকাতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত মদিনা টাওয়ারে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৯এপ্রিল) গভীর রাতে মোগরাপাড়া চৌরাস্তায় মারিখালি সেতু  সংলগ্ন মদিনা টাওয়ারে অবস্থিত নেসলে ও ইউনিলিভার বাংলাদেশ পরিবেশক কার্যালয়ে রহস্য জনক ডাকাতি হয়েছে ।

ঘটনাস্থল পর্যবেক্ষন ও মালিকপক্ষের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মদিনা টাওয়ারে অফিস ভাড়া নিয়ে মাহমুদুল হাসান ( নেসলে বাংলাদেশ), মহাসিন মিয়া ও আলম (ইউনিলিভার বাংলাদেশ) এর পরিবেশক কার্যালয় হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। ২৯ এপ্রিল রবিবার গভীর রাতে একদল ডাকাত পাহাড়াদারদের হাত-পা বেধে নেসলের অফিস থেকে নগদ সাড়ে ৮ লাখ এবং ইউনিলিভার বাংলাদেশ এর পরিবেশক অফিস থেকে প্রায় ১ কোটি টাকাসহ কয়েকটি অফিসিয়াল ট্যাব নিয়ে যায়।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত এক ব্যক্তি বলেন, ইউনিলিভার বাংলাদেশের পরিবেশক (সুবর্ণ ট্রেডিং) এর অফিসের প্রধান ফটকের তালাগুলো ঠিক রয়েছে এবং অফিসের ভিতরে ১টি মাত্র সি সি ক্যামেরা যা অত্যন্ত রহস্য জনক।

খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম পিপিএম  বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

add-content

আরও খবর

পঠিত