নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গ্যাস লাইনের মেরামত করে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে। এ সময় বাড়ি থেকে স্বর্ণ ও নগদ অর্থ নিয়ছে। শুক্রবার (০৬ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ঈমানেরকান্দী এ হামলার ঘটনা ঘটে।
হামলায় রাজিয়া(৩০),সাফি(৫৫),হাসনেয়ারা( (৪০), নাজমা(২৫) এলোপাথাড়ী ভাবে মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হলে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এখন একজন হাসপাতালে ভর্তি আছে। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়,গ্যাসের লাইন সংযোগে ত্রুটি । উক্ত গ্যাস লাইনের ত্রুটি মেরামত করাকে কেন্দ্র করিয়াকে কেন্দ্র করে আলম (৩৫), পিতা- মৃতঃ শরফত আলী, ২। আনার হোসেন (৬০), পিতা- মৃতঃ কদম আলী, ৩। আবু (৩০), পিতা- শরফত আলী, ৪। ইকবাল (২৫), পিতা- আনার হোসেন সহ অজ্ঞাতনামা ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ এ হামলা চালিয়েছে।
রাজিয়া মা খোরশেদা বেগম জানান, আমাদের বাড়ী হইতে বর্ণিত বাড়ি পর্যন্ত গ্যাসের লাইন সংযোগে ত্রুটি দেখা দেয়। উক্ত গ্যাস লাইনের ত্রুটি মেরামত করাকে কেন্দ্র করিয়া সাথে আমাদের কথা কাটাকাটি হয়। যাহার জেরে ০৬/০৯/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় বর্ণিত আলম, আনার,আবু, ইকবাল সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবন্ধে আমাদের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করতঃ আমার বাড়ি ঘর কোপাইয়া ও পিটাইয়া ভাংচুর করিয়া অনুমান ৫০/৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
আনার সকলকে নলে আমাদের এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।তাহাদের হাতে থাকা লোহার রড ও এসএস পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে পিটাইয়া আমার মেয়ে রাজিয়ার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। আমার ডান পায়ে পিটাইয়া হাটুর নিচে গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। আমার দেবর সাফিকে নিচে ফালাইয়া বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে পিটাইয়া তাহার বুকে গুরুতর জখম করে। সাফুর গলায় পা দিয়া শ্বাসরোধ করত। হত্যার চেষ্টা করে। আমার ও আমার দেবরের মেয়ের পরিহিত কাপড় টানা হেছড়া করিয়া শ্রীলতাহানি করে।আমার গলায় থাকা একটি একভরি ওজনের স্বর্নের চেইন, যাহার মূল্য অনুমান ০১ লক্ষ টাকা নিয়া যায়। আমার দেবরের মেয়ে নাজমার গলায় থাকা একটি আটআনা ওজনের স্বর্নের চেইন, যাহার মূল্য অনুমান ৫০ হাজার টাকা নিয়া যায়। আমাদের বসত ঘরে প্রবেশ করিয়া ঘরের আলমারীতে রক্ষিত নগদ ৫৫,০০০/- টাকা নিয়া যায়। তখন আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে তারা সুযোগ মত পাইলে আমাদের বড় ধরণের ক্ষতি করিবে মর্মে প্রকাশ্যে হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জ নিয়া ভর্তি করি।
এঘটনায় সোনারগাঁ থানায় আহত রাজিয়ার মা খোরশেদা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করা হয়ছে। সোনারগাঁ থানার ওসি(তদন্ত) মো.মহসিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।