নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর বাজার এলাকায় তিতাস গ্যাস কর্তৃক পরিচালিত ঝটিকা অভিযানে প্রায় ২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযানটি পরিচালিত হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও-এর আওতায়।
অভিযানে নয়াপুর বাজারের অন্তত ৪টি স্থানে প্রায় ৫ কিলোমিটার এলাকার আনুমানিক ২০০০টি অবৈধ আবাসিক বার্ণার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বিভিন্ন ব্যাসের প্রায় ৩১০ ফুট গ্যাস পাইপ অপসারণ ও জব্দ করা হয়। পাশাপাশি, অবৈধ গ্যাস সরবরাহের উৎস পয়েন্ট থেকে লাইন কিলিং করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের অপচয় ও ঝুঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।