নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও ডিগ্রী কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ৭শ ৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১৫ জন এ প্লাস সহ ৭২৩ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার মান বাড়াতে কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুজ্জামান অপু কলেজের শিক্ষক দিয়ে একটি কমিটি গঠন করে ২ মাস অন্তর অন্তর সিটি পরীক্ষা নেওয়ার ফলে এ বছর নারায়ণগঞ্জের অন্যান্য কলেজের তুলনায় সোনারগাঁও ডিগ্রী কলেজে অনেক ভালো ফলাফল করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুজ্জামান অপুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মান বাড়াতে শিক্ষক-শিক্ষিকা দিয়ে কলেজে একটি কমিটি গঠন করে ছাত্র-ছাত্রীদের ২ মাস অন্তর অন্তর সিটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি। বর্তমান সরকার শিক্ষার মান নিয়ে আমাদের ও ছাত্র-ছাত্রীদের অনেক উৎসাহ দিয়েছে। আমরা বর্তমান সরকারের এ উৎসাহকে সারা দিয়ে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছি যার ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি। আমি চেষ্টা করব আমার কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামীতে আমাদের কলেজে পাশের হার যেন শতভাগ হয়।