নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা কর্মকর্তা কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে নৌ ভ্রমনের উদ্দেশ্যে চাঁদপুর ষাইটনলে যান এমপি খোকা । ৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় মেঘনা ঘাট থেকে যাএা করেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জনাব ,লিয়াকত হোসেন খোকা । এসময় তার সাথে নৌ ভ্রমনের একত্বতা প্রকাশ করতে আসেন সোনারগাঁও সকল কর্মকর্তা কর্মচারী ,শিক্ষকবৃন্দ ও সাংবাদিকসহ আরো অনেকে । নৌ ভ্রমন অনুষ্ঠানে মনোরঞ্জন আরো উজ্জীবিত করার জন্য উপস্থিত হন লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত ।
এসময় নৌ ভ্রমনের সারাদিন ব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।চাদপুর ষাইটনল নৌ ভ্রমন শেষে আবার পুনরায় ফিরে আসে কীর্তন খোলা ১ বিরাট জাহাজ , এসময় এমপি খোকা জাহাজে সকলের উদ্যেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন , আপনারা সবাইকে আনন্দ দেওয়ার জন্যই আমার পক্ষ থেকে এ আয়োজন ,জানিনা কতটুকু আপনাদের আনন্দ দিতে পেরেছি আর কতটুকু দিতে পারিনি সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। যেহেতু আমি আপনাদের এ সোনারগাঁওয়ের সন্তান আপনারা সবাই আমার একটি পরিবার মনে করি । একটি পরিবারের মধ্যে চলতে গেলে কিছু না কিছু ভুল হতে পারে আমার ভুল হলে আপনারা সোনারগাঁবাসী আমাকে ধরিয়ে দিবেন । এবং আগামী পথ চলার জন্য আমাকে আপনাদের সন্তান মনে করে কাছে টেনে নিবেন এবং সততার সাথে চলার পথ দেখাবেন এই সোনারগাঁবাসী আপনারা সোনারগাঁবাসী ইতি পূর্বে প্রমান করে দিয়েছেন ভালো মানুষকে ভোটের মাধ্যেমে নির্বাচিত করে । মহান রাব্বুল আলআমিন যেমন শয়তানকে পছন্দ করে না , আমি বিশ্বাস করি আপনারাও শয়তান মানুষকে পছন্দ করবেন না ।
এসময় অনুষ্ঠানে দেশের তারকা জনপ্রিয় মেয়ে কন্ঠ শিল্পী অমিসহ আরো শিল্পী ব্যান্ড সংগীত পরিবেশন করেন । অমি জন্মস্থান নারায়ণগঞ্জ শহরে , শিল্পী জগতে নতুন মূখ হলেও সারা দেশে ব্যাপক সারা পাচ্ছে অমি ।এসময় অনুষ্ঠানে শিল্পী অমি নৌ ভ্রমনে আগত শ্রোতাদের সারাক্ষন গান গেয়ে মাতিয়ে রাখেন । শ্রোতাদের উদ্দেশ্যে কন্ঠ শিল্পী অমি বলেন, আমার গান আপনাদের ভালো লাগে তাই গান গাই , আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো গান উপহার দিতে পারি এবং সব সময় যেন আপনাদের পাশে থেকে গান গেয়ে যেতে পারি । উক্ত অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে ১০ টাকার টিকেটের রাইফেল ড্র, রাইফেল ড্রতে থাকে শতাধিকের উপরে পুরুস্কার । প্রথম পুরুস্কার হিসেবে থাকে এলছিডি কালার টিভি ও অন্যান্য সামগ্রীসহ আরো অনেক কিছু ।