নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সাংবাদিকের মামলায় অপর দুই সাংবাদিককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁয়ের সংবাদকর্মী আল-আমিন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাংবাদিক গাজী মোবারক ও সাংবাদিক মাজহারুল ইসলামকে তাদের বস্তুনিষ্ঠ কাজের অগ্রগতির ধারাকে ব্যাহত করার জন্য এই মামলা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন একই উপজেলার নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন সংবাদকর্মী। তিনি বলেন, এমন অবস্থা দেখে মনে হচ্ছে সোনারগাঁও উপজেলায় যেন চলছে সাংবাদিকদের সাংঘাতিক খেলা।
এ সম্পর্কে বিস্তারিত ডেইলি সোনারগাঁয়ের বার্তা সম্পাদক ও আলোকিত সময়ের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম বলেন, আমি ও গাজী ভাই সাংবাদিকতার প্রভাব কখনো দেখায় নি, আর দেখাতে চাই ও না। তবে আমরা সত্য প্রকাশে অটল কেউ আমাদের বিরুদ্ধে মামলা-হামলা বা কুপ্রচারনা করে আমাদের উন্ন্য়নমুলক,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ব্যহত করতে পারবেনা। আমরা টাকার জন্য নয় দেশের কল্যান ও মানবতার সার্থে কাজ করি। কতিথ সাংবাদিক শব্দ কি অর্থে ব্যবহার করা হয়, তা অনেকেই জানে না। তাই না জেনে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমি আর গাজী ভাই কি ধরনের সংবাদ করি তা আমাদের সংবাদের প্রতিবেদন এর মাধ্যমেই এই এলাকার মানুষ অনেক আগেই জানতে পেরেছে তাই তারাই আমাদের কলম আর সত্য লিখার সাহস এতে আমাদের বাধা দেয়ার জন্য যত বড় কুচক্র আসুক না কেন আমরা আমাদের সত্য প্রকাশের কাজ থেকে এক বিন্দু পরিমান পিছ পা হবো না।
এদিকে মামলায় আটক হওয়া দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি, অরাজনৈতিক সংগঠন ঘাসফুল ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী গাজী মোবারক হোসেন জামিন পেয়ে তার কাজের অগ্রগতির ধারায় ফিরে এসেছেন।
এ প্রসঙ্গে বিভিন্ন বোদ্ধামহল মনে করেন, এইভাবে সাংবাদিকদের নিজেদের মধ্যে কোন্দল হলে সাংবাদিকরা দেশ ও জাতির কাছে হাস্যরসিক হিসেবে পরিচিত হবো। তাই অতি শিগ্রই এই মামলা প্রত্যাহার করে তাদের মধ্যে একটা সমঝোতা তৈরি হওক যা সাংবাদিকদের জন্য সুনাম বয়ে আনবে।