নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো ও তার পরিবারকে রাজাকারের পরিবার আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে ২২ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সোনারগাঁও উপজেলা পরিষদ মাঠে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদ। মানব বন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. ওসমান গনি বলেন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সোহেল রানা দশম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ভারতে প্রশিক্ষন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। গত ২১শে ফেব্রুয়ারী সোনারগাঁও পরিক্রমা নামে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় মুক্তিযোদ্ধা সোহেল রানা ও তার পরিবারকে উদ্দেশ্যমূলক ভাবে সংবাদ প্রকাশ করে সোনারগাঁওয়ের সকল মুক্তিযোদ্ধাদের কে হেয় করেছে। এছাড়া পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদ টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধাদের সনদ দেয়। সোনারগাঁও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ঐ পত্রিকার সম্পাদকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছে ভূঞার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এর কাছে স্মারকলিপি প্রদান করে।