সোনারগাঁওয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে ব্যতিক্রম সব আয়োজন করেন সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাটের ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ীর সুযোগ্য উত্তরসূরী সিআইপি বাবু অমল পোদ্দার। ২৭ই সেপ্টেম্বর বুধবার দূপুরে পূজা মন্ডপটি সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার। তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান মেট্রো কোম্পানির কর্ণধার বাবু অমল পোদ্দার সিআইপি ও অন্যান্য দর্শনার্থীবৃন্দ।

পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার বলেন, সাড়া দেশের ন্যায় এ বছরও সোনারগাঁয়ে এই পোদ্দার বাড়ী পূজা মন্ডপে নিরাপদ ভাবে স্থানীয় সকল নেতাকর্মীদের অংশ গ্রহনে সুন্দর ও সাবলীল ভাবে দূর্গা পূজা উৎযাপিত হচ্ছে,বর্তমান আওয়ামীলীগ সরকার সকল ধর্মের উৎসব পালনে সমান ভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছেন।বাবু অমল পোদ্দার সিআইপির নিজস্ব অর্থায়নে বিগত ১৫ বছর যাবৎ এখানে সোনারগাঁয়ের সবচেয়ে ব্যায়বহুল ভাবে পূজা উৎযাপিত হচ্ছে।

এসময় সিআইপি অমল পোদ্দারের পূজা মন্ডপে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত,দ্যা এ্যাপারেল নিউজের সম্পাদক অমিত কে বিশ্বাস, নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল জুয়েল,আরটিভির নিউজ এডিটর আনোয়ার হোসেন,ভোরের কাগজের সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, নারায়নগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল সাজিদুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম পিপিএম,সাদিপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লা,সাদীপুর ইউপি যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত