সোনারগাঁওয়ে পি.ই.সি পরিক্ষায় ৪শ জন পরিক্ষার্থীর অনুপস্থিতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রোববার থেকে ১৩টি কেন্দ্রে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। এই পরিক্ষা সারা দেশে একযোগে সকাল ১১টা থেকে শুরু হয়েছে।  আর পরিক্ষার প্রথম দিনেই প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম জাহিদ ইকবাল জানান, উপজেলায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ৮ হাজার ২ শত ৫৫ জন পরীক্ষার্থী। প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার ৭ শত ৯৬ জন এবং ইবতেদায়ী মাদ্রাসার ৪৫৯ জন। পরিক্ষায় কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা যায় নি। প্রতি টা কেন্দ্রই ছিলো উৎসব মুখর।  ছাত্রছাত্রীরা অতি উতসাহিত ও আগ্রহ  এর   সাথে পরিক্ষায় অংশগ্রহন করেছে। অভিভাবকবৃন্দগন পরিক্ষা নিয়ে সন্তুষ্টি  প্রকাশ করেছে।

এই সময় তদারকি কালে জানা যায়,প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৬ জন ও ইবতেদায়ী মাদ্রাসার ৫৪ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

add-content

আরও খবর

পঠিত