নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের পিরোজপুর ইউনিয়নের থানা রোডে ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ৭ গ্রামের মানুষের তোপের মুখে ব্যর্থ হয়ে ফিরে গেছেন ভ্রামমান আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। ৭ গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ঘন্টাব্যাপী ঢাকা-চট্রগ্রাম মহা সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দ গ্রামবাসী।
সরেজমিনে, ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর থানারোডে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যান তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানীর সোনারগাঁ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ। সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস কর্তৃপক্ষ সহায়তা নেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম জাকারিয়ার। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সংবাদ পেয়ে পিরোজপুর ইউপি সদস্য মোশারফ হোসনের নেতৃত্বে জৈনপুর, ভবনাথপুর, রতনপুর, ভাটিবন্দর, জিয়া নগর ও চর ভবনাথপুর সহ ৭ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে। এসময় তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমান আদালত এলাকাবাসীর তোপে পড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করেই ফিরে যেতে বাধ্য হন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে বিক্ষুদ্ধ জনতা মহ সড়কে বসে অবস্থান নেয়। মহাসড়কে বসে অবস্থান নেয়ার কারনে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ওসি শাহ মোঃ মঞ্জুর কাদেরের মোবাইল ফোন মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা আশ্বাস দেন যে, সোনারগাঁয়ের কোথাও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবেনা। এমন আশ্বাস পেয়ে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নেয়।
নাম প্রকাশ না করার শর্তে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর এক কর্মকর্তা জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে গতকাল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যান তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর সোনারগাঁও অঞ্চলের প্রকৌশলী শহিদুর রহমান, মশিউর রহমান, আসাদুজ্জামান, সহকারি প্রকৌশলী কাউসার আলম পলাশ ও নুরুল ইসলাম সহ আরো কয়েকজন। পরে এলাকাবাসীর বিক্ষোভের কারনে তিতাস কর্তৃপক্ষ ফিরে যান।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম জাকারিয়া জানান, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সরকারের সুনাম ক্ষুন্ন করছে কিছু দুষ্ট চক্র। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসীরা মহাসড়ক অবরোধ করে। এমপি লিয়াকত হোসেন খোকা গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দ গ্রামবাসী।