সোনাকান্দা হাট রক্ষার দাবিতে বন্দর প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

নারায়নগঞ্জ বার্তা (বন্দর প্রতিনিধি): বন্দরের ২শ’ বছরের ঐতিহ্যবাহী সোনাকান্দা হাট রক্ষার দাবিতে হাটের ব্যবসায়ীরা গতকাল শনিবার সকালে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে  বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ব্যবসায়ীরা বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। ব্যবসায়ী হাজী ই-আলমের নেতৃত্বে মানববন্ধনে অংশ গ্রহণ করেন আবুল খায়ের, কালুন মৃধা, সোহরাব, আফসার, আফানূর, মোঃ গাজী, মনির হোসেন, সুমন, ওসমান, সোহেল, রাসেল, আসলাম, হান্নান, মান্নান, ফরিদ, নিলু, রফিক, নূর হোসেন, আমিনূল, আলম, স্বাধীন, নূরনবী, আসলাম হোসেন, স্বপনসহ প্রায় ২ শতাধিক ব্যবসায়ী। তারা বলেন মেয়র আইভী ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে থামিয়ে রেখে ডিসির জমিতে পার্ক নির্মাণ শুরু করে। এতে করে ২শ বছরের ঐতিহ্যবাহি হাট বিলুপ্ত হতে যাচ্ছে। সেই সাথে ২ হাজার পরিবার বেকার হয়ে যাচ্ছে। এ হাট রক্ষার দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা যে কোন মূল্যে এ হাট রক্ষা করবে। তারা আরও বলেন এ হাটের জমি সিটি করপোরেশনের নয় এ জমি জেলা প্রশাসকের। পার্ক নির্মাণে জেলা প্রশাসকের কোন অনুমতি নেই। ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী হাট ছেড়ে পার্ক নির্মাণ করলে তাদের কোন বাধা নেই।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত