সৈয়দপুরে গার্মেন্টস শ্রমিককে ধর্ষনে চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সদর উপজেলা সৈয়দপুর পূবালী লবন ফ্যাক্টরীর সংলগ্ন জয়নাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিককে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে গোলাম হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ৭ই নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার স্বামী বাসায় না থাকা অবস্থায় ইট,বালু ব্যবসায়ী সৈয়দপুর বড় বাড়ী এলাকার মৃত মো: আলী সরদার এর পুত্র মো: গোলাম হোসেন ( ৪৫ ) তার ঘরে প্রবেশ করে ধর্ষন করার চেষ্টা করে এবং স্পর্শ কাতর স্থানে হাত দেয়। গোলাম হোসেনের এরুপ আচরনের প্রতিবাদ করিলে আমার পরনের স্যালোয়ার – কামিজের কিছু অংশ টেনে ছিড়ে ফেলে এবং তার সাথে থাকা চাকু দিয়ে আমার হাতে আঘাত করে। বিবাদী গোলাম হোসেন এ নিয়ে বাড়াবাড়ি করলে মারাত্বক ক্ষতি হবে হুমকি দেন। আমাকে সহ আমার ছেলে আব্দুল্লাহ ( ৪ ) কে প্রানে মারিয়া ফেলার হুমকি প্রদান করেন। আমি লম্পট ধর্ষনকারী গোলাম হোসেন কবল হইতে বাঁচার জন্য আত্মচিৎকার করিলে আমার আত্নীয় সহ আশপাশের লোক জন আগাইয়া আসলে টের পেয়ে ঘটনাস্হল হইতে দৌড়াইয়া পালাইয়া যায়।

add-content

আরও খবর

পঠিত