সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ছিলেন আদর্শ রাজনীতিবিদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় হীরা কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট জেনারেল মুফতি রাহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মুফতি আব্দুজ্জাহের আরেফী, কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক মুফতি এইচ এম কাউসার বাঙালি।

প্রধান বক্তা হিসেবে ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাাপতি মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

প্রধান অতিথি বলেন, মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম (র) ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। কখনো সে বাতিলের সাথে আপোষ করেন নাই। সর্বদা ন্যায়ের পক্ষে কাজ করেছেন।

add-content

আরও খবর

পঠিত