নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নবগঠিত পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা। এ সময় এমপি সেলিম ওসমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
৬ আগস্ট শনিবার বিকালে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্সে এমপি সেলিম ওসমানের কার্যালয়ে এসে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে এমপি সেলিম ওসমানে নব গঠিত কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানান সেই সাথে জাতীয় পার্টিকে তৃনমূল পর্যায়ের সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করার জন্য পরমার্শ দেন।
সৌজন্য সাক্ষাত কালে জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানুর নেতৃত্বে জেলার নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রধান, মাকসুদ হোসেন, এহসান উদ্দিন, অরুন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, গোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আজিজুর রহমান বাদল, একেএম সাইদ চৌধুরী, কাজী মহসিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মতিউর রহমান মুক্তি, আনোয়ার হোসেন আনু, শরীফ হোসেন শাহ সহ প্রমুখ।