নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহোসীন মিয়া বলেছেন, এ.কে.এম সেলিম ওসমানের মতো সংসদ সদস্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এই বন্দর ঘাট দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক লোক যাতায়াত করে। একটা সময় এই ঘাট দিয়ে নদী পারাপারে কি ধরনের কষ্ট হতো সেই তিক্ত অভিজ্ঞতার কথা সবারই মনে আছে। সেলিম ভাই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই বিষয়টা তাঁর দৃষ্টিতে আসে। এবং বন্দরবাসীর সুবিদার্থে নিজের উপার্জিত টাকা ভর্তুকি দিয়ে জনসাধারণের জন্য এই ঘাট ফ্রী করে দিয়েছেন। এখন এই ঘাট দিয়ে আপনারা যতো দামী মালামালই আনেন না কেন এখন আর আপনাদের কোন টাকা দেয়া লাগেনা। আমরা এখন কোন ভোগান্তী ছাড়াই খুব সহজেই এঘাট দিয়ে পারাপার হতে পারি। আর তা সম্ভব হয়েছে একমাত্র জননেতা সেলিম ওসমানের জন্য।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচণে প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মহাজোট প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় লাঙ্গলের পক্ষে (২৭ ডিসেম্বর) রাতে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন অটোস্ট্যান্ডে ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সেলিম ওসমানের উদ্যোগে শীতলক্ষ্যা নদী দিয়ে দুুটি ঘাটে ফেরি চালু করেছেন এবং পাঁচটি ফেরি ইতিমধ্যে চলাচল করছে নদীর এপার উপার। এছাড়া নাসিম ওসমান সেতু এখন আর স্বপ্ন নয় এটি এখন দৃশ্যমান ত্রিশ ভাগ কাজ সম্পন্ন হয়েছে আশা করি বাকি সত্তর ভাগ কাজ আগামী বছরের মধ্যেই শেষ হবে। তখন বন্দর-নরায়ণগঞ্জের মধ্যে আর কোন ভেদাবেদ থাকবে না। আপনারা জানেন সেলিম ওসমান আমাদের নতুন প্রজন্মের জন্য কাজ করছেন। তাদের জন্য নিজস্ব অর্থায়নে ৭টি ইউনিয়নে ৭টি নতুন স্কুল করে দিয়েছেন । উনি চেয়েছেন আমাদের বাচ্চারা আরও লেখা পড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মই এদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উনার কাছে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কবরস্থান যে সংগঠনই উনার কাছে গিয়েছে উনি উনার সাধ্যমতো সহযোগিতা করেছেন। কিছুদিন পূর্বে আমাদের কলাগাছিয়া ইউনিয়নে হাই স্কুলের বউন্ডারি দরকার তিনি বাউন্ডারীর জন্য দুই কোটি টাকার অনুদান দিয়েছেন যা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সদর-বন্দরে উনার ব্যক্তিগত অর্থায়নে যেসব উন্নয়ন কাজ করেছে তাই আমি বলব সেলিম ওসমানের মতো দানবির সংসদ সদস্য পেয়ে আমরা খুবই ভাজ্ঞবান। নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতালকে ৫শত শয্যায় রূপান্তরিত এবং নিজে তদারকি করে হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করেছেন। নারায়ণগঞ্জে বেকারত্ত দুর করারা লক্ষে বন্দরের শান্তির চর এলাকায় নিট পল্লি প্রকল্প চালু করেতে যাচ্ছেন, সেখানে প্রায় ২০ লক্ষ্য লোকের কর্মসংস্থান হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৩০ ডিস্বের জননেতা এ.কে.এম সেলিম ওসমানকে লাঙ্গল মার্কয় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তথা বেবী-সিএনজি ও ইজিবাইক শ্রমিক সমিতর সভাপতি খান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. রবিউল ইসলাম রনি, আজাদ মাহমুদ উসমানী। ইজিবাইক শ্রমিক সমিতির কোষধ্যক্ষ রাজু আহমেদের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা কাসেম, শরফি হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, মো. হোসেন, রতন সরকার নিলয়, আজিজুল হক আজিজ, মো. সানি, মো. কামাল, নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, লিটন, মাহাবুব, ইমরান, নাসির হোসেন, মো. সোহাগসহ শ্রমিকবৃন্দ।