নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে আবারো বিকেএমইএ এর সভাপতির দায়িত্ব নেওয়ার কথা বলেছেন বিকেএমইএ এর সদস্যবৃন্দরা। আলোচনার সভায় বিকেএমইএ এর সাবেক সহ সভাপতি মোহম্মদ হাতেম বর্তমান সভাপতি সেলিম ওসমানকে আবারো সভাপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সকল সদস্যরা তাঁর প্রস্তাবে পূর্ণ সমর্থন দেন।
রোববার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের দ্বিতীয় তলায় বিকেএমইএ এর সদস্য বৃন্দদের সাথে বিকেএমইএ এর আসন্ন নির্বাচন নিয়ে অনির্ধারিত এক আলোচনা সভায় তারা এমন দাবী উপাস্থপন করেন। উক্ত আলোচনা সভাপতি বিকেএমইএ’র প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় বিকেএমইএ এর বর্তমান সভাপতি ও এমপি সেলিম ওসমান বলেন, নির্বাচনের মনোনয়নপত্র গ্রহনের আরো ১৭দিন বাকি রয়েছে। এটা অনেক সময়। তবে যে সিদ্ধান্তই নেই না কেন সকলের সাথে আলোচনা করে সবার সম্মতি ক্রমেই নেওয়া হবে। আর সকলের সহযোগীতা নিয়েই বিকেএমইএর জন্য কাজ করে যাবো।
বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্ব ও মোর্শেদ সারোয়ার সোহেল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সহ সভাপতি এম.এ হাতেম, দ্বিতীয় সহ সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক জিএম ফারুক, মোস্তাফা জামাল পাশা, মোস্তফা মোনওয়ার ভূইয়া, মজিবুর রহমান, শহীদ উদ্দিন আহম্মেদ আজাদ, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, খন্দকার সাইফুল ইসলাম, হইউনাইটেট অ্যাপারেলস এর এমডি নাসিম মঈন, ড্রিম অ্যাটায়ার্স আহসান রিপন, জেএন অ্যাপারেলস এর এমডি জসিম উদ্দিন, আলামিন এক্সপোর্ট লিমিটেড এর এমডি জাকারিয় ওয়াহিদ, আলআমিন অ্যাটায়ার্স এর এমডি নিজামুল হক, পিএম নিটেক্স এমডি রতন কুমার সাহা, ইস্টকোস্ট নীট ওয়্যার এমডি তারেক সালাউদ্দিন, ওয়েব ট্যাক্স এর এমডি নন্দ দুলাল সাহা, এসিলন এর এমডি দিলীপ কুমার সাহা, এসিলন নীট কম্পোজিট এর এমডি অঞ্জন কুমার সাহা, প্রাউড ট্যাক্সটাইল এর এমডি শ্যামল কুমার সাহা, লতিফ নিটিং মিলস এর পরিচালক মাহাবুবুর রহমান স্বপন, সারিহা নীট ওয়্যার এর এমডি ইসহাক, নীট কনসেপ্ট লিমিটেড এর এমডি সাইদুর রহমান, বে-ক্রিয়েশন এর এমডি সেলিম মাহমুদ সহ শতাধিক বিকেএমইএ সদস্যবৃন্দ।