নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন বন্দর উপজেলা নির্বাচনে সবকটি পদে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ জাতীয় পার্টিকে প্রস্তুতি গ্রহনের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
সাংগঠনিক কর্মকান্ড গতিশীল এবং উপজেলা নির্বাচন প্রসঙ্গে এমপি সেলিম ওসমানের প্রতি অনুরোধ রেখে দলীয় মহাসচিব বলেন, যত দ্রুত সম্ভব নারায়ণগঞ্জ জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করা সহ জেলা, মহানগর ও উপজেলা কমিটি গঠন করবেন। আগামী উপজেলা নির্বাচন সহ আসন্ন সকল নির্বাচনে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবে প্রয়োজনে আমাকে ডাকবেন আমি নিজেও এসে আমাদের সাথে কাজ করবো।
বুধবার (২০ মার্চ) বিকেল ৫টায় পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এমপি সেলিম ওসমানের সার্বিক ব্যবস্থাপনা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৮৯তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা আরো বলেন, নাসিম ওসমানকে আমাদের চেয়ারম্যান অত্যন্ত ভালবাসতেন। সেলিম ওসমান ও শামীম ওসমানকেও উনি অনেক ভালবাসেন এবং পছন্দ করেন। নাসিম ওসমানের মৃত্যুর পর আমাদের দলীয় কার্যালয়ে জানাজা হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে ফোন করে নির্দেশ দিয়েছেন উনার দাফন না হওয়া পর্যন্ত যেন আমি উনার পাশে থাকি। আমি নারায়ণগঞ্জে উনার দাফন হওয়া পর্যন্ত পাশে ছিলাম। আজকে সেলিম ওসমান আমাকে উনার বড় ভাই বলেছেন। আমিও বলছি আমি উনার বড় ভাই। আমরা একই পরিবার অর্থ্যাৎ জাতীয় পার্টি পরিবারের সদস্য। একই ভাবে আমরা সরকারের সাথে সম্পৃক্ত।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানা উল্লাহ সানু।
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাবা, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, জেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভূইয়া, মহানগর যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল,গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।