সেলাই মেশিনসহ শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩৬০টি পরিবারকে ঈদ সামগ্রী ও জীবিকা নির্বাহের জন্য সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ৪টি পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

২৭ রমজান, ২৯শে এপ্রিল শুক্রবার দুপুরে ভুইয়াপাড়া এলাকায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মানুষদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে। এছাড়াও এসময় ২শত পুরুষকে টি শার্ট প্রদান করা হয়। ওই ঈদ সামগ্রীর প্যাকেটে ছিলো পোলাউর চাল, চিনি, তেল, সেমাই, দুধ।

এ বিষয়ে সংগঠনের সভাপতি রাগীব হাসান ভূঁইয়া বলেন, আমাদের প্রতি বছর এভাবেই আমরা মানুষের পাশে সব সময় থাকতে চাই। তাদের সুখ দু:খর সাথী হতে চাই। আজ আমাদের সদস্য এবং স্পন্সর দের সহযোগিতায় আমরা সংগঠন এর সদস্যদের সাহায্যে আমরা ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করতে পেরেছি। এতে আমরা শুধু দানের জন্য করি না। আমরা একটি পরিবারকে উপার্জন করতে সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, মানুষ আমাদের ভালোবাসে আমাদের কর্মে। আমরা এই ভালোবাসা অর্জনের জন্যই এতো কষ্ট করি। এবং সঠিক ভাবে আমরা সারা জীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সহ সভাপতি সুদিপ্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক নুর আলম রিদয়, সাংগঠনিক সম্পাদক ইরফান আহমেদ সাগর, সহ সাংগঠনিক সম্পাদক জয় সুত্র ধর, অর্থ সম্পাদক মিশুক সাহা, সাহিত্য বিষয় সম্পাদক মাহিন আহমেদ রাহাত, ক্রিড়া সম্পাদক মিশকাতুল হায়দার পিয়াস, কার্যকরি সদস্য ইফতেখার হায়দার প্রিতম, কার্যকরী সদস্য ইবনে আফফান আহনাফ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, সদস্য সিয়াম আহমেদ সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত