নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কোপা আমেরিকার শেষ আটের লড়াই শুরু হয়ে গেল। প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠেছে পেরু, চিলিকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার আর্জেন্টিনার পালা। আজ ৪ঠা জুলাই রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমি–ফাইনালে উঠার লক্ষ্যে ইকুয়েডর এর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ।
কোপা আমেরিকার চলতি আসরের শুরুটা মনমতো হয়নি আর্জেন্টিনার। শুরুতে টানা দুই ম্যাচ ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিলো লিওনেল স্কালোনির দল। পরে টানা তিন ম্যাচ জিতে আসরের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে বি গ্রুপে চার নম্বর দল হিসেবে ইকুয়েডর শেষ আটের লড়াইয়ের টিকিট কাটে। গ্রুপ পর্বে ৪ ম্যাচে দলটি জিততে পারেনি এক ম্যাচও। তবে শেষ ম্যাচে টানা ১০ ম্যাচ জয়ী ব্রাজিলের জয় রুখে দিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ফিফা র্যাংকিংয়ে ৫৩– তে থাকা দলটি।
দীর্ঘ সময়ের শিরোপা খরার আক্ষেপ ঘুচাতে মরিয়া আর্জেন্টিনা হারতেই যেন ভুলে গেছে। সর্বশেষ দুই বছরে আর্জেন্টিনা হারের মুখ দেখেনি একবারও। কোচ স্কলানির অধীনে শেষ ১৭ ম্যাচে অপরাজিত মেসিরা। এর মধ্যে জিতেছে ১০ ম্যাচে, ড্র করেছে বাকি সাতটিতে।
আর্জেন্টিনার কোচ হিসেবে টানা অপরাজিত থাকার তালিকায় কিংবদন্তি কোচ গিলের্মো স্তাবিলের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন ৪৩ বছর বয়সী স্কালোনি। ১৯৫৬–৫৭ সময়কালে স্তাবিলের অধীনে ১৭ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। আরেকটি ম্যাচ জিতলে মার্সেলো বিয়েলসার সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে আসবেন স্কালোনি। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১৮ ম্যাচ আর্জেন্টিনাকে অপরাজিত রেখেছিলেন বর্তমানে লিডস ইউনাইটেডের দায়িত্বে থাকা এই কোচ। এই তালিকায় শীর্ষে আছেন ১৯৯১ সাল থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ৩১ ম্যাচ আলবিসেলেস্তেদের অপরাজিত রাখা আলফিও বাসিলে।
মুখোমুখি লড়াইয়েও ইকুয়েডরের বিপক্ষে একচেটিয়া রাজত্ব আকাশী–নীলদের। দুদলের ৩৬ লড়াইয়ে জয়ের পাল্লা ঢের ভারী দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মেসিদের ২১ জয়ের বিপরীতে, হার মাত্র ৫টি, ড্র করে বাকি ১০টি।
অবশ্য, ইকুয়েডর আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের ৫ জয়ের ২টিই জিতেছে সবশেষ ১০ ম্যাচে। মেসিদের বিপক্ষে ১০ ম্যাচে ৩টি ড্রও করেছে দলটি। হেরেছে বাকি ৫ ম্যাচ। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বেশি স্বস্তির খবর, কোপা আমেরিকায় কখনওই এই দলের বিপক্ষে হারের মুখ দেখেনি আলবিসেলেস্তেরা।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে ইকুয়েডরের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তাই, প্রতিযোগিতার টানা চতুর্থবার সেমিফাইনালের পথে আর্জেন্টিনা খুব সহজেই উতরে যাবে এমন আশাই করতে পারে আকাশী–নীল সমর্থকরা।