নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরে দিঘলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে শহীদ মিনার নির্মাণে শুভ উদ্বোধন করেন প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরে ৬৪ নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নব-নির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়।
পারভিন ওসমান বলেন, মানুষকে সেবা করার জন্য এমপি হওয়ার প্রয়োজন নেই। সেবা করার জন্য মনই যথেষ্ট। ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই দেশ। বৃহস্পতিবার শহীদ মিনার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে ধ্বংসের দিকে ধাবিত করার জন্য এখনো চক্রান্ত করে যাচ্ছে। বাংলা ভাষা এভাবে আমাদের মাঝে ফিরে আসেনি। শহীদ সালাম, রফিক, বরকত ও জাব্বারদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি। আজকের এই দিনে আমি ভাষা শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সে সাথে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জেলা ছাত্র সমাজের মহানগরের সভাপতি শাহাদাত হোসেন রূপু, সমাজ সেবক আসাদুল্লাহ মাস্টার, কদম রসুল কলেজের সাবেক ছাত্রনেতা মাইকেল বাবু, শ্রমিকলীগ নেতা রবি ভূইয়া, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কাজিম উদ্দিন আহাম্মেদ, স্থানীয় মেম্বার মকবুল হোসেন, জাতীয় পার্টি নেতা ইউসুফ আলী, সমাজ সেবক রহমত উল্ল্যাহ, শ্রমিক নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা আবু সাঈদ, সফিক,কামাল, রুবেল, জালাল, যুব সমাজ নেতা শাহাবুদ্দিন, ডালিম, সবেক ছাত্রলীগ নেতা গবিন্দ চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শহীদ মিনার শুভ উদ্বোধন পূর্বে ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দিঘলদী জামে মসজিদের মোতওয়াল্লী মো. শফিউল্ল্যাহ। দোয়া মাহফিল শেষে পারভীন ওসমান ৬৪ নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।