নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক (ট্রেড গ্রুপ) আলহাজ্ব এডঃ মোঃ সুলতান উদ্দিন নান্নুর আগামীকাল ১০ আগস্ট বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরে ডাঃ দেবীশেঠীর তত্ত্বাবধায়নে ওপেন হার্ট সার্জারি করা হবে। আলহাজ্ব এডঃ মোঃ সুলতান উদ্দিন নান্নুর সফল ভাবে যাতে অস্ত্রপ্রচার হয় তার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সএন্ড ইন্ডাষ্ট্রি পরিচালনা পরিষদের মাসিক সভায় চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল সকলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতিমাহমুদহোসেন, সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল), পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নাজমুল আলম সজল, শামীম আহম্মেদ, খন্দকার সাইফুল ইসলাম, মোঃ আরিফ দিপু, এহসানুল হক নিপু প্রমুখ। সুলতান উদ্দিন নান্নুর সফল ভাবে অস্ত্রপ্রচারের জন্য আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় তার রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ব্যবস্থাপনায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।