সীমিত আকারে খোলতেই নারায়ণগঞ্জবাসীকে বিপদ সংকেত !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রবিবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কার্যক্রম। টানা দুই মাসেরও বেশী সময়ের ছুটি শেষে ব্যস্ত হয়ে পড়বে আদালত পাড়া।সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনায় চলবে গণপরিবহনও। বিকাল ৪টার মধ্যে বন্ধ হয়ে যাবে সবধরণের মার্কেটের বেঁচাকেনা ও ব্যাংকের লেনদেন।

তবে সীমিত পরিসরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো খোলার আগের দিনই রেকর্ডসংখ্যক আক্রান্ত যেন নারায়ণগঞ্জবাসীর জন্য ভয়াবহ বিপদ সংকেত দিতে চাচ্ছে। এতে করে অনেকটাই আতংক বিরাজ করছে সচেতন নাগরিকের মাঝে। কিন্তু সচেতনতা আসেনি এই জেলায় বসবাস করা অধিকাংশ মানুষের। জনগণের স্বার্থে লকডাউন পরিস্থিতি সাময়িক শিথিল করলেও এর পুরোপুরি অনৈতিক ফায়দা নিতে পিছু হটেনি ওইসকল অচেতন মানুষ।

জানা গেছে, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১০৪ জন  আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের।এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার  ২ জন  এবং রূপগঞ্জ উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৮৮ জন, মৃতের সংখ্যা ৮০ জন। রবিবার (৩১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এর আগের দিন গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা ) সর্বোচ্চ ১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়ে।

add-content

আরও খবর

পঠিত