নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে লবণ বোঝাই ট্রাক থেকে ইয়াবা সহ ৩জন মাদক বিক্রেতাকে আটক কেরেছে র্যাব। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস।
জানা যায়, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় লবণ বোঝাই ট্রাক থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল ইসলাম (৩২), তার দুই সহযোগী ফারুক (৩০) ও এরশাদ (২৫)।
অপারেশন অফিসার এএসপি বীনা রানী বলেন, একটি সংঘবদ্ধ চক্র আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে লবণ বোঝাই ট্রাকে করে বিভিন্ন স্থনে ইয়াবা সরবরাহ করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। আটকদের মধ্যে সাইফুল মাদক ব্যবসায়ী, বাকি দুইজন সাইফুলের সহযোগী।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা টেকনাফ সীমান্ত থেকে দীর্ঘদিন ধরে লবন বোঝাই ট্রাকে করে ঢাকায় ইয়াবা সরবরাহ করছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।