সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ।

জানা যায়, সিলেটের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে সিলেটে শুকনো খাবার বিতরণ করবে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ।

আজ ১৮ই জুন শনিবার নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক নূর আলম হৃদয় বলেন, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠন সব সময় মানুষের সেবায় নিয়োজিত। সব সময় দেশের যে কোন ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। তারই ধারাবাহিকতায় এবার সিলেটে বন্যায় মানুষের পাশে দাড়াতে শুকনো খাবার যেমন : চিরা, গুর, বিস্কুট, স্যালাইন, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, নাপা রুটি নিয়ে সিলেট বানবাসি মানুষের পাশে দাঁড়াবে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ।

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নূর আলম হৃদয় বলেন, বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে সিলেটের বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান।

add-content

আরও খবর

পঠিত