সিনহা স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উদযাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত সিন্হা স্কুল এন্ড কলেজে শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নাচ, গান সহ নানান অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে বাংলা ১৪২৫ নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওপেক্স ও সিনহা গ্রুপ এর পরিচালক।

প্রশাসন মোঃ সাইফুল কবির তার বক্তব্যে বলেন, এটা বাংলাদেশের প্রতিটি মানুষের আনন্দের উৎসব। এখানে আমরা ধর্মকে টানবনা। যারা শিক্ষার্থী রয়েছ তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। ভাল মানুষে পরিণত হয়ে বিভিন্ন পেশা গ্রহনের পাশাপাশি রাজনীতিতেও ভাল লোককে আসতে হবে, তাহলেই দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব হবে। সবাইকে নতুন বছরের শুভকামনা জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপর এক বক্তৃতায় স্কুল শাখার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও কাঁচপুর ইউনিয়ন, যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ বলেন, নতুন বছর উপলক্ষ্যে আজ এই উদযাপন অনুষ্ঠানে যারা বিভিন্ন নাচ ও গানের সুন্দর প্রদর্শন করেছে তা ছিল সত্যি অসাধারণ। তবে লেখাপড়ায়ও তোমাদের ভাল করতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে হবে এবং সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক প্রধান শিক্ষক আঃ রহমান, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আলমগীর, সংরক্ষিত সদস্য সাবিনা ইয়াসমিন এ্যালিন উপস্থিত ছিলেন। তাছাড়া কাঁচপুর ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার শাহালম, সিনিয়র শিক্ষক আশরাফ উল্যাহ, সৈয়দ মোঃ কামরুল হাসান, কাজি মোশাররফ, আঃ হান্নান, কামরুল ইসলাম, এমরান কবির, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সকল শ্রেণীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কলেজ শাখার ইংরেজী প্রভাষক শামছুজ্জামান মামুন, একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাকন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী মনিরা ও সাবেক ছাত্রী রিজমা।

add-content

আরও খবর

পঠিত