নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে গোদনাইল বার্মাশীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার সাব্বির আহম্মেদ প্রধান (৪৮) গোদনাইল বার্মাশীল এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে নিহত আরাফাত হোসেন আকাশ (১৬) হত্যা মামলার আসামি সাব্বির আহম্মেদ। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, ভোররাতে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে একটি হত্যা মামলায় দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।