নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানার ওপেন হাউজডে পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় গোদনাইল ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় নাসিক ৮ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতি. পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার টিটু, পরিদর্শক (অপরেশন) আজিজুল হক, উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি এবং আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ আলম, থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তাজিম বাবু,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ বারী, সাধারণ সম্পাদক শাহ আলম, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজি ওয়াহিদ আলমসহ স্থানীয় অনেকে।
এসময় এলাকাবাসী উপস্থিত অতিথীদের সামনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যা গুলোর মধ্যে মাদক এবং পুলিশের সোর্সদের কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এসময় আব্দুর রহমান নামে আওয়ামীলীগের এক কর্মী বলেন, আমরা এলাকাবাসী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দেওয়ার দুই ঘন্টা পর তাকে এলাকায় ঘুরতে দেখা যায়। পুলিশ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদেরকে ছেড়ে দিচ্ছে। তখন সে এলাকায় এসে সাধারণ মানুষদের বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে। এতে করে মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে যায়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতি: পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী অনুষ্ঠানে আগত অতিথিদের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রেই ভালো মন্দ রয়েছে। তেমনি পুলিশেও ভালো খারাপ রয়েছে। দু একজন পুলিশ সদস্যর কর্মকান্ডের জন্য পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করা ঠিক না। পুলিশের কোন সদস্য যদি কোন অপরাধ করে থাকে তাহলে তাদেরকে কোন ছাড় দেয়া হয় না। ইতোমধ্যে আপনারা দেখেছেণ নারায়ণগঞ্জের দুজন পুলিশের সদস্যকে মাদকের সাথে জড়িত থাকার কারণে আইনের আওতায় আনা হয়েছে।
তারপরও যদি কোন পুলিশের সদস্যার প্রতি কোন অভিযোগ থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আর মাদক ব্যবসায়িদের কোন ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হুশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।
এসময় অতি: পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে তার নিজের ফোন নাম্বার দেন। এবং যে কোন ধরণের অপরাধের সংবাদ তাকে জানানোর জন্য বলেন। কোন মাদক ব্যবসায়িদের বিষয়ে কোন তথ্য থাকলে আমাকে জানাবেন। এক্ষেত্রে আপনাদের পরিচয় গোপন রাখা হবে।