নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে মশার কয়েল তৈরির পাঁচটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিকদের জরিমানা করা হয়েছে। কারখানা মালিকরা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া ও মৌচাকের আলম, জাহাঙ্গীর, পারভেজ ও আনোয়ার।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে এ অভিযান চালায় তিতাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার জানান, পাঁচটি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাঁচ কারখানার মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম (বিপণন) মফিজুল ইসলাম, ম্যানেজার গোলাম মোস্তফা, ডেপুটি ম্যানেজার আল মামুন, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, টেকনিশিয়ান খায়ের আহমেদ প্রমুখ।