নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ২১শত পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব- ১০। গ্রেফতারকৃতরা হলেন মো. হেলাল উদ্দিন (৪৪), এম এম স্বপন ওরফে মিন্টু (৪৮), এবং হুমায়ুন কবির (৩৫)।
সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব-১০ এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর মো. আশরাফুল হক পিএসসি, জি এর নেতৃতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজ পাড়া ও গোদনাইল নয়াপাড়া গ্রাম থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ টি মোবাইলসহ ঐ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক সাড়ে দশ লাখ টাকা বলে জানা গেছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে র্যাব-১০ আটককৃত আসামীদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। র্যাব- ১০এর দেয়া অভিযোগপত্রে দেখা যায় আটকৃতদের মধ্যে এম এ স্বপন ওরফে মিন্টু তার পিতার নামের স্থানে ছেলের নাম দিয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় র্যাবের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গাজি শামীম জানায়, স্বপন ভবিষ্যতে নিজেকে বাচাতে তার পিতার নামের স্থানে ছেলের নাম ব্যবহার করেছে। সে পুলিশের কাছে তথ্য গোপন করেছে।