সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জ গোদনাইল শান্তিনগরের একটি মাদরাসার ৩ ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক লোকমান হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। তবে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। অভিযুক্ত লোকমান হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল জামিয়া ইসলামিয়া যাইনুল আবেদিন মাদ্রাসায় পরিদর্শন করেন তিনি। সেখানে বলাৎকারের শিকার শিশু ছাত্রদের পরিবারের সাথে কথা বলেন এবং একই সাথে ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম সাহেবের সাথেও কথা বলে জানতে পারেন বলাৎকারের শিকার ৫ শিশু নয় ৩জন এবং অভিযুক্ত ২জন নয় একজন। পরে তিনি ওই ছাত্র এবং তাদের অভিভাবকসহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহিমকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে উক্ত ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহিম নিজে বাদি হয়ে অভিযুক্ত শিক্ষক ক্বারী লোকমান হোসেনকে আসামী করে একটি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ক্বারী লোকমান হোসেনর বিরুদ্ধে কুমিল্লার লাকসাম থানায় ২০১৬ সালের জুন মাসে এক মেয়েশিশু ধর্ষনের মামলা রয়েছে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে গোদনাইল শান্তিনগর এলাকায় একটি মাদ্রাসায় ৫ শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনাটি মঙ্গলবার বিকেলে এলাকায় ছড়িয়ে পরে। প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যে জানা যায় ৫শিশু ছাত্রকে ২ মাদ্রাসা শিক্ষক দীর্ঘ দুই-তিন মাস যাবৎ পর্যায়ক্রমে বিভিন্ন সময় বলাৎকার করেছে। পরবর্তীতে এ বিষয়ে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ ঘটনাটির তদন্তে করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানায়, বলাৎকারের শিকার ৫ শিশু নয় ৩জন। আর অভিযুক্ত ২জন নয় একজন। মুলত ক্বারী লোকমান হোসেনই হচ্ছে অভিযুক্ত সেই শিক্ষক।

add-content

আরও খবর

পঠিত