সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তারকে ২ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জের হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজন হাসপাতালের ভুয়া ডাক্তার ও অন্যজন ম্যানেজার। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোর্ত্তীণ ওষুধ, রিএজেন্ট উদ্ধারসহ হাসপাতালটি সিলাগালা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দণ্ডিতরা হলেন,  ভূয়া ডাক্তার মো.তানভীর আহমেদ সরকার, হাসপাতালের ম্যানেজার আবুল বাশার।

র‌্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি জসীম উদ্দিন চৌধুরী বলেন, ম্যাজিস্ট্রেটের অভিযানে একজন ভুয়া ডাক্তারকে আটক করেছি। তিনি সনদ ছাড়া রোগী দেখতেন। এছাড়া মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট উদ্ধার করার পাশাপাশি হাসপাতালটি সিলগালা করা হয়েছে। হাসপাতালটির ম্যানেজারকে এক বছর ও ভুয়া ডাক্তারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ এর সিপি এসসি মেজর তালুকদার নাজমুস সাকিব, অ্যাডিশনাল এসপি জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত