সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তারের দণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মো. নজরুল ইসলাম শেখ নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ফ্যামিলী ল্যাব হসপিটাল নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম এ দণ্ড দেন। দন্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারের বাবার নাম মো. সানা উল্যাহ শেখ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার বিল গজারিয়া এলাকায়।

র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুস সাকিব ও অ্যাডিশনাল এসপি মো. জসিমউদ্দিন (পিপিএম) এর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইমলামের নেতৃত্বে ফ্যামিলী ল্যাব হসপিটাল নামে ক্লিনিকটিতে অভিযান চালায়।

মো. নজরুল ইসলাম শেখ নামের পাশে এমবিবিএস, সনোলজিস্ট ডিগ্রী লিখে নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয়েই দিয়ে দুই বছর ধরে প্রতারণা করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, মেডিকেল সহকারী হয়েও গত দুই বছর ধরে মো. নজরুল ইসলাম শেখ ‘এমবিবিএস, সনোলজিস্ট’ হিসেবে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তাকে মোবাইল কোর্ট পরিচালনার  মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

add-content

আরও খবর

পঠিত