নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসত ঘরে বিষ্ফোরণের ঘটনায় কবিতা বেগম (৪০) নামে এক নারী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) ভোর ৬টায় দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকায় রাশে মহাজনের বাড়ির দুই তলা ভবনে বিষ্ফোরণের এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মিরন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা চালু থাকার কারণে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে এবং বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে দুই রুমের ফ্লাটের তিনটি দেওয়াল ধ্বসে গেছে এবং ঘরের সকল আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ওই বাসায় থাকায় এক নারী দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় এক মাস পূর্বে ওই নারী তার ছেলেকে নিয়ে এখানে ভাড়ায় আসে। তারা আদমজী ইপিজেডের অনন্ত হুয়াশিংয়ে সুইং অপারেটর হিসেবে চাকুরী করে। রবিবার ভোর ৬টায় আহত নারী বাথরুমে যাওয়ার পর হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত নারীর ছেলে জৈতন জানায়, সে সকালে তার মায়ের আগেই কর্মস্থলে চলে গেছে। পরে খবর পেয়ে বাসায় আসে। তারা হিন্দু সম্প্রদায়ের। তার মা এবং বাবা ধর্মান্তরীত হয়ে মুসলিম হয়েছে। তার মা কিশোরগঞ্জের কটিয়াি গ্রামের কুমার সংকর ও হিরাবতির মেয়ে এবং জিল্লুর রহমানের স্ত্রী।