নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই এপ্রিল বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর সোনামিয়া বাজার এরাকায় ৩নং বালুর মাঠের পশ্চিম দিকের দেয়ালের পাশে ফাঁকা মাঠে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : মো. মনোয়ার হোসেন (৩৫), মো. ইমরান (৪০), মো. মাহবুব খান (৩৬), দেওয়ান বাদশাহ (৩৭), জাফর (৩৬), মো. মুন্না (৪২), মো জাহাঙ্গীর (৪৫), মো. মুন্না (৪৬), মো. বাবু (৩২), মো. মাসুম (৩৫), মো. আলী আহমেদ (৩৫) ও মো. নওছার (৪০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ২শত ৫০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।
১৮ই এপ্রিল রবিবার রাত ৮ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি সংঘবদ্ধ চক্র সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সোনামিয়া বাজার এলাকায় ৩নং বালুর মাঠে দীর্ঘদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল বলে জানা যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সম্প্রতি এই সংঘবদ্ধ চক্রটি ৩নং বালুর মাঠের পশ্চিম দিকের দেয়ালের পাশে ফাঁকা মাঠে প্রকাশ্য দিবালোকে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো বলে জানান তিনি।
র্যাবে ওই কর্মকর্তা আরো জানান, উপস্থিত স্বাক্ষী, স্থানীয় লোকজন ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল বলে জানা যায়। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবে ওই কর্মকর্তা।