নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শারদীয় দুর্গোৎসবের নবমীতে সিদ্ধিরগঞ্জ থানার সাতটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা। এ সময় তাদের সাথে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর । শুক্রবার ২৯ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ঘুড়ে বেড়িয়ে খোঁজ খবর নেন । এবং নেতৃবৃন্দের সাথে আলপ আলোচনা করেন । বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন ।
এ সময় মহানগর সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ঢাকেশ্বরী শিব মন্দিরের জন্য দশভান ঢেউটিন ও চিত্তরঞ্জন হরিসভা মন্দির সংস্কারের জন্য বিশ হাজার টাকা অনুদানের ঘোষণা করেন । পরে তিনি লক্ষ্মী নারায়ণ কটন মিলস পূজা মন্ডপ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে বলেন, আতান্ত মানবতাহিন জীবন যাপন করছে এই এলাকার কিছু সংখ্যক প্রান্তিক সনাতন ধর্মের পরিবার । শারদীয় দুর্গোৎসব পালন করতে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় । পূজার যে আনন্দ উল্লাস তা থেকে তারা বঞ্চিত । একতো বিদ্যুৎবিহীন অন্যদিকে তাদের চলাচলের রাস্তাটির বেহাল দশা ।
শুধুমাত্র পূজা আসলেই তাদের চলাচলের প্রধান রাস্তার যে গেইটটি তা খুলে দেয় । আর সারা বছর লক্ষ্মী নারায়ণ কটন মিলস কর্তৃপক্ষ গেইটটি বন্ধ করে রাখে । তার প্রমাণ আজকে এই রাস্তাটি । তারা অনেক দুঃখ কষ্টের মাঝে জীবন যাপন । এই কিছু সংখ্যক পরিবার যাতে করে সুন্দর ও শান্তিপূর্ণ বসবাস করতে পারে তার জন্য লক্ষ্মী নারায়ণ কটন মিলস কর্তৃপক্ষকে আহ্বান জানান ।