নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) কোম্পানিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৫ মে) সকাল থেকে র্যাব ও বিএসটিআই- এর একটি দল সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন।
তিনি বলেন, অভিযানে বাজারের অবিক্রিত ও মেয়াদোত্তীর্ণ তেল পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করতে দেখা যায়। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য এবং কষ্টকর। এছাড়া কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ৮০ ভাগ রাসায়নিক পদার্থ কয়েক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।