সিদ্ধিরগঞ্জে পুলিশের ভয়ে পালাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পুলিশের ভয়ে পালাতে গিয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিজ বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে পয়ঃনিস্কাশনের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু ঘটে। ৬ আগস্ট শনিবার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় এ ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) জসিমউদ্দিন জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে কোন মামলা নেই। পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে শনিবার রাত সাড়ে ১১টায় আমরা তার বাসায় গিয়েছিলাম। ঐ সময়ে তাকে পাওয়া যায়নি। তবে নিহত আব্দুর রশিদের কলেজে পড়–য়া মেয়ে আফসানা পারভীন সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, শনিবার রাত সাড়ে ১১টায় হঠাৎ করে পুলিশ এসে বাড়ির গেইটে ধাক্কাধাক্কি করতে থাকে। এ সময় বাড়ির গেইট খুলতে দেরী হওয়ায় পুলিশ অকথ্য ভাষায় গালাগালি করে। তখন পুলিশ আমাদের জানায়, তারা আবদুর রশিদকে আটক করতে এসেছে। তখন আমার বাবা পুলিশের ভয়ে এবং পুলিশের হাত থেকে বাঁচতে বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে পয়ঃনিষ্কাশনের পাইপ দিয়ে নামতে গিয়ে স্ট্রোক করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। এর আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন। তাছাড়া তার ডায়াবেটিস রোগ ছিল।

৭ আগস্ট দুপুরে বাদ যোহর সাইলো গেইট ঈদগাঁহ কবস্থান মাঠে নামাজের জানাজা শেষে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, এ কে এম শামছুল হক, রমজান আলী ও আব্দুর ছালাম প্রমূখ। এছাড়াও নামাজে জানাযায় প্রগতি সংসদ ও পাঁচতারা সংসদের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত