সিদ্ধিরগঞ্জে দুই ট্রাকের চাপায় পরিবহন শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সাংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে দুই ট্রাকের চাপায় আলাউদ্দিন সোহাগ (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৫ আগষ্ট) ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ডের সামনে এ ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে শিক্ষার্থীরা আন্দোলন করছিলো।

নিহত সোহাগ সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকায় ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি ফেণী জেলার দাগনভূইয়া থানার জগতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকামুখি একটি ট্রাককে কাঁচপুর হাইওয়ে থানার এক পুলিশ সদস্য ধাওয়া করে। এ সময় ট্রাকটি অপর একটি থামানো ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় ওই দ্রই ট্রাকের মাঝখানে পরিবহন শ্রমকি  সোহাগে চাপ খেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে লাশ নিয়ে নিরাপদ সড়ক  ও এ দূর্ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। প্রায় ৩ ঘন্টা পুলিশ ও ছাত্রদের মাঝে বাকবিতন্ডা হলেও শিক্ষার্থীরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করতে সম্মত হয়নি।

এক পর্যায়ে পরিবহন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পরে তিনি ছাত্রদের সাথে কৌশলী ভুমিকা পালন করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রায় ৩ ঘন্টা পর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম জানান, মদনপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়েছিল। কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেয়ার জন্য কোন গাড়ি পাওয়া যাচ্ছিল না। একটি লেগুনাকে বুঝিয়ে রাজি করানো হলেও ছাত্র আন্দোলনের কারণে তারা যেতে রাজী হচ্ছিলনা। তখন আমাদের একটি টিম স্কট হিসেবে ওই লেগুনার সঙ্গে সিদ্ধিরগঞ্জে যাওয়ার সময় শিমরাইল মোড়ে সড়ক দুর্ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে।

add-content

আরও খবর

পঠিত