সিদ্ধিরগঞ্জে তিন হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ৩ হাজার লিটার চোরাই জেট ফুয়েল (বিমানের জ্বালানি তেল) উদ্ধারসহ দুই জন চোরাই তেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৩-৪৩৫৯)। শুক্রবার (১৯ জুলাই) সকালে চিটাগাংরোড হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো, মো. নাছির আলী (৪০) ও মো. হাবিবুর রহমান (৩৮)।

সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অপারেশন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত তেলের মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এবং বার্মাষ্ট্যান্ড এলাকার পদ্মা ও মেঘনা ডিপোকে ঘিরে কয়েকটি চোরাই তেল ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই ডিপো থেকে দৈনিক শত শত ট্যাংকলরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে।

কিছু লরীর চালক-হেলপারার নামে মাত্র মূল্যে লরী থেকে জ্বালানি তেল চুরি করে সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই ভেজাল তেল ব্যবহারে গাড়ির ইঞ্জিন ব্যাপক ক্ষতি হয়।

ধৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন উল্লেখ করে চোরাই তেল সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

add-content

আরও খবর

পঠিত