সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৩০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের কিসমত মার্কেট সংলগ্ন সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের নির্মাণাধীন দশতলা ভবনের সামনে লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে স্থানীয়রা লেকে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

add-content

আরও খবর

পঠিত