সিদ্ধিরগঞ্জে ডিএনডির জলাবদ্ধতা নিরসন দাবিতে দুটি সংগঠনের পৃথক কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের পাম্প হাউজের সামনে মানববন্ধন পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (সিদ্ধিরগঞ্জ) ।  অন্যদিকে একই দাবিতে সিদ্ধিরগঞ্জের আমজী এলাকার থানা কার্যালয়ের পাশে সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে সাংবাদিক সম্মেলন করেন নেতৃবৃন্দরা।  শনিবার সকাল ১০টায় ও বেলা ১১টা পৃথক দুটি স্থানে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ডিএনডির জলাবদ্ধতা মানুষের চরম দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত পানি নিষ্কাশন করে ভয়াবহ জলাবদ্ধতা থেকে ডিএনডিবাসীকে মুক্তির দাবিতে এ মানবববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় শিমরাইল ডিএনডি সেচ পাম্পের সামনে অর্ধশতাধিক ছাত্র এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। এ সময় পাম্প হাউজে প্রবেশকালে ছাত্ররে তোপের মুখে পড়েন পাম্প হাউজের দায়িত্বরত উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল জাব্বার। শিক্ষার্থীরা তার কাছে জানতে চান, নিষ্কাশনের জন্য ছোট ২২টি পাম্পের মধ্যে ৪-৫ টি ছাড়া বাকিগুলো কেন চালানো হচ্ছে না? বড় ৪টি পাম্প কেন সব সময় চালু রাখা হচ্ছে না ? জবাবে প্রকৌশলী তাদেরকে পাম্প বিকলসহ নিষ্কাশনের নানা সীমাবদ্ধতার কথা জানান।

ছাত্ররা এ সময় বলেন, আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আগামী ৭ দিনের মধ্যে যেন ডিএনডির কয়েক লাখ মানুষকে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি দেয়া হয়। অন্যথায় ৭ দিন পর ডিএনডিতে বসবাসরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বড় আন্দোলনে যাবেন তারা। ওই প্রকৌশলী ছাত্রদের দাবির মুখে ঘোষণা দেন যদি বৃষ্টি না হয় তাহলে ৭ দিনের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা তিনি করবেন। মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসিবুল আনোয়ার ও সদস্য সচিব ইকবাল হোসেন গণমাধ্যম ও প্রকৌশলীর সাথে কথা বলেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডসহ ডিএনডির আশপাশের এলাকায় জলাবদ্ধতার নিরসনের দাবিতে শনিবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের আমজী এলাকাস্থ থানার পাশে সাংবাদিক সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ। সাংবাদিক সম্মেলনে ডিএনডি’র জলাবদ্ধতা নিরসনে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসনকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে সিদ্ধিরগঞ্জের সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। নতুবা পানিবন্দী মানুষকে সাথে নিয়ে ডিএনডি পাম্প হাউজ ঘেরাও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিস্মরণী এলাকা অবরোধসহ বৃহৎ কর্মসূচি গ্রহণেরও হুমকি দেয় তারা।

add-content

আরও খবর

পঠিত