সিদ্ধিরগঞ্জে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার-১২, দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসন্ন ঈদকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও প্রতারকসহ ১২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুলাই সোমবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৬ জন ছিনতাইকারী, ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত, ১০ লিটার চুলাই মদ ও ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সরকারী গোয়েন্দা সংস্থা এন.এস.আই সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদেও কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সাগর (২১), নিয়ামত উল্লাহ ওরফে ভাগ্নেরুমান ওরফে শুভ (২৮), নুর মোহাম্মদ হোসেন (১৮), রিপন (২৭), শহিদ (৫০), সোহেল রানা (২৯), কামাল (২৫), সবুজ (২৭), আরিফ (৩২), বাবুল ওরফে বাবু (৪৩) রিপন হোসেন (৩৫) ও শাহজাহান (৪৬)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:  কামরুল ফারুক বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পুলিশ সুপারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২৭ জুলাই সোমবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা কওে বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ ক্রমে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো যাতে সকলে শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারে এবং বিভিন্ন পশুর হাটগুলোতে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে লক্ষে সার্বক্ষণিক পুলিশ তৎপর রয়েছে।

add-content

আরও খবর

পঠিত