নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পাঠানটুলী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে বলে জানান হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম।
আগুনে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাঠানটুলীতে আমির হোসেনের ঝুটের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ সময় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।