নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়ায় শাহী মসজিদের উত্তর পাশে কালু হাজীর রোডে পারভিন আক্তার (৫০) ও মেহেদী হাসান (৯) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক নাসির আহমেদ জানান, মৃত পারভিন আক্তার ও মেহেদী হাসান সম্পর্কে নানি ও নাতি। লাশ দুটি সপ্তাহ খানেকের পুরোনো। পারভিন আক্তার কুমিল্লা থেকে এসে সিদ্ধিরগঞ্জের ভোটার হয়। তারা দীর্ঘদিন থেকে ওই বাড়িতে বসবাস করছে। লাশ দুটির গলায় ওড়না পেচানো ছিল। মেহেদী হাসানের বাবা নবী আউয়ালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি বিয়ারের খালি ক্যান পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক সামছুল ইসলাম জানান, গত বুধবার নবী আউয়াল থানায় এসে তার ছেলে হারিয়ে গেছে বলে একটি জিডি করেছেন। যার নম্বর ১৩১ তারিখ ৩/০১/১৮ইং। সে ওই এলাকায় মাইকিং করেছে।
রিক্সা চালক মনিরুজ্জামান জানান, প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী মোক্তার, রহীর ভাতিজা মাসুম, আক্তার ওই বাসায় আসা যাওয়া করতো। পারভিনের সাথে তাদের সখ্যতা ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। শিগ্রই মূল রহস্য বেরিয়ে আসবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, স্বামী নিজেই থানায় হত্যার খবর দিয়েছে। প্রথমে থানায় খবর দেয়ার কারনে তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ দিনের পুরোনো লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলা টিপে হত্যা করা হয়েছে।