সিদ্ধিরগঞ্জে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় নামে এক কিশোরের মৃত্যু হয়েছ৷ জিদানের বন্ধুদের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ তবে নিহতের পরিবারের অভিযোগ, বন্ধুরাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ আটকরা হলো, রতন, সাব্বির ও ইয়াছিন৷

নিহতের স্বজনরা জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া ক্লাব সংলগ্ন পাইনাদী শুক্কুর আলীর ছেলে রতনের সাউন্ড সিষ্টেম ও ছোট বাতির দোকান। গত বৃহস্পতিবার দুপুরে রতন কাজ করার কথা বলে মিজমিজি মধ্যপাড়া এলাকার বাসিন্দা ফারুক ঢালির ছেলে জিদান হাসান তন্ময়কে নিয়ে যায়। শুক্রবার সকালে তন্ময়ের বাড়ির সামনে ইজিবাইক দিয়ে নিয়ে তন্ময়ের বাবা ফারুক ঢালীর কাছে লাশ বুঝিয়ে দেয়। এ সময় তন্ময়ের বাবা লাশ বহনকারীদের তার ছেলের মৃত্যুর কারণ জানতে চাইলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷

add-content

আরও খবর

পঠিত