সিদ্ধিরগঞ্জে এইচএসসি পাস ভূয়া ডাক্তার রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জ নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টার থেকে র‌্যাব-১১ এর হাতে আটককৃত ভূয়া ডাক্তার মোস্তাক আহমেদ করিমকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত আসামির উপস্থিতিতে শুনানী শেষে ১ দিনের এ রিমান্ড মঞ্জুর করেন। মামলা নং-৭৬(৭)১৯।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় সিদ্বিরগঞ্জের শিমরাইল মোড় এলাকাস্থ হক সুপার মার্কেটের তৃতীয় তলায় নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখার সময় এ ভূয়া এমবিবিএস ডাক্তার মোস্তাক আহমেদ করিমকে আটক করে র‌্যাব-১১। এইচএসসি পাস করে ওষুধের  দোকানে চাকরি, ফার্নিচারের ব্যবসা, পানি বোতলজাত করার ব্যবসায় কোনরুপ সফলতা না পেয়ে ডাক্তারি ব্যবসায় নামেন। এলাকায় অবস্থিত কয়েকটি ডায়গনস্টিক সেন্টারে বসে এমবিবিএস ডাক্তার সেজে বিকেলে রোগী দেখতেন তিনি।

ঢাকা হাসপাতালের নামে প্যাড ছাপিয়ে রোগীদের প্রেসক্রিপশন দিয়ে বিগত ১৫ বছর যাবৎ ডাক্তার সেজে রোগী দেখে আসছিলেন। অভিযানের সময় ৫ জন রোগী উপস্থিত ছিলো, এদের মধ্যে দুই জন ছিল পুরনো রোগী। তারা আসছেন ডাক্তারের দেয়া এক্সরে ও রক্ত পরীক্ষার রিপোর্ট দেখাতে।

মামলার তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মূল রহস্য উদঘাটন করার জন্য রিমান্ডে এনে ব্যাপক জিঞ্জাসাবাদের লক্ষ্যে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

add-content

আরও খবর

পঠিত